মো. ছোলজার রহমান: ব্যবসা বাণিজ্যের সফলতার অন্যতম শর্ত হচ্ছে কোন অঞ্চলে প্রয়োজনীয় পণ্য দ্রব্যের চাহিদা ও ঘাটতি থাকতে হবে এবং অন্য কোন অঞ্চলে সেসব পণ্যদ্রব্যের উদ্বৃত্ত বা বেশি উৎপাদনের ফলে সে অঞ্চলের চাহিদা মিটিয়ে অতিরিক্ত থাকতে হবে। সেই সাথে উক্ত পণ্যদ্রব্য নিয়ে যাবার বা পৌঁছে দেয়ার জন্য ভাল ও উপযুক্ত পরিবহণ ব্যবস্থা থাকতে হবে। পরিবহণ ও যাতায়াত ব্যবস্থা যত ভাল বা উন্নত হবে সে অঞ্চলে ব্যবসা বাণিজ্য তত বৃদ্ধি পাবে। ভাল পরিবহণ ব্যবস্থার জন্য উৎপাদনের এলাকার উৎপাদক এবং ভোক্তা অঞ্চলের ভোক্তাগণ উভয়ে সমানভাবে উপকৃত হয়ে থাকেন। পরিবহণ ব্যবস্থা ভাল না হলে সময় ও ব্যয় বৃদ্ধি পায়, মূল্য বৃদ্ধি পায়, পণ্যের গুণগত মান কমে যায় এবং পণ্য সরবরাহের পরিমাণও কম হয়ে থাকে। ফলে অঞ্চলের জনগণের চাহিদা মেটানোর মত পণ্যদ্রব্য সময়মত পৌঁছানো সম্ভব হয় না এবং বিক্রেতাগণ সে অবস্থাকে কাজে লাগিয়ে পণ্যের বিক্রয়মূল্য বাড়িয়ে বেশি মুনাফা করায় মেতে উঠেন। এতে সে অঞ্চলের সকল ক্রেতা ও ভোক্তা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকেন।
এসব পণ্য দিয়ে পুনরায় কোন পণ্যদ্রব্য তৈরি করে বিক্রি করা হলে সেক্ষেত্রে সে উৎপাদিত পণ্যের মূল্য আরও বেশি বৃদ্ধি পায়। পদ্মা সেতু যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থা ত্বরান্বিত করার মাধ্যমে ব্যবসা বাণিজ্যের পণ্য দ্রুত পরিবহণ করে বাংলাদেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মধ্যে সমতা ও গতিশীলতা আনবে এবং অঞ্চলের উদ্বৃত্ত পণ্যের ব্যবহার নিশ্চিত করে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে সক্ষম হবে। বৈদেশিক পণ্যের একটি বড় অংশ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেনাপোল স্থলবন্দর, ভোমরা স্থলবন্দর, পুটখালি গরু আমদানি কেন্দ্র, দর্শনা বর্ডার ও মোংলা বন্দর দিয়ে আমদানির মাধ্যমে দেশের সকল অংশে পরিবহণ করে নিয়ে যাওয়া হয়। আবার এই পথসমূহ দিয়ে দেশের রপ্তানি পণ্যের একটি অংশও প্রেরণ করা হয়। তাই আমদানি ও রপ্তানির কাজে সময় কমিয়ে দিয়ে পদ্মা সেতু দেশীয় ও বৈদেশিক বাণিজ্যে গতিশীলতা বৃদ্ধিতে সক্ষম হবে। ভারী ও পচনশীল পণ্য, কাঁচা পণ্য ও সবব্জি, মাছ, দুধ ইত্যাদি পরিবহণেও কম সময় লাগবে এবং বহুদূর পর্যন্ত সরবরাহ করে বাজার সম্প্রসারণ সম্ভব হবে। (সহযোগী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ, সরকারি মাইকেল মধুসূদন কলেজ)