কল্যাণ রিপোর্ট
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন হবে ২৫ ডিসেম্বর। এ উপলক্ষে ৫০০ কেজি করে চাল পাবে যশোর জেলার ১৮৪টি গির্জাসহ দেশের ৫ হাজার ৪৭৯টি গির্জা। এই সহায়তা দিতে এরই মধ্যে দুই হাজার ৭৩৯ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।
যশোরসহ দেশের ৬৪ জেলায় গির্জাগুলোর অনুকূলে এই বরাদ্দ দেয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে ত্রাণের চালের বরাদ্দপত্র সম্প্রতি জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে জানা গেছে, বড়দিন উপলক্ষে প্রতি বছর গির্জায় চাল বরাদ্দ দেয়া হয়। তবে গত বছর সরকারের গুদামে চালের সংকট থাকায় ৫০০ কেজি চালের দামের সমপরিমাণ অর্থ দেয়া হয়েছিল। প্রতি টন চালের মূল্য ধরা হয়েছিল ৪৪ হাজার ৭৬৬ টাকা। সেই হিসাবে প্রতিটি গির্জা ৫০০ কেজি চালের দাম ২২ হাজার ৩৮৩ টাকা করে পেয়েছিল। এবছরও দেয়া হবে ৫শ’ কেজি করে চাল।
যশোরের জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, যশোর জেলার ১৮৪টি গীর্জা এবছর সরকারের দেয়া এই অনুদান পাবে। এরমধ্যে যশোর সদর উপজেলায় ৪০টি, অভয়নগর উপজেলায় ১০টি, বাঘারপাড়ার ৩৮টি, চৌগাছার ৬টি, ঝিকরগাছার ১৮টি, কেশবপুরের ৩২টি, শার্শার ৫টি ও মণিরামপুর উপজেলার ৩৫টি প্রতিষ্ঠিত গির্জা রয়েছে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রদত্ত বরাদ্দপত্রে বলা হয়েছে, জেলা প্রশাসক তার জেলাধীন গির্জার সংখ্যা, আকার, ব্যাপকতা, আর্থিক সামর্থ্য, সচ্ছলতা, দারিদ্র্যতা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বিবেচনা করে উপ-বরাদ্দ দেবেন। গির্জার সংখ্যা কম হলে অতিরিক্ত চাল বিধি মোতাবেক মজুত রেখে মন্ত্রণালয়কে জানাবেন।
সেই নির্দেশনা মোতাবেক আগামী ২৪ ডিসেম্বর জেলার এই সকল গির্জার পালক-পুরোহিত বা পরিচালনা কমিটির সভাপতির অনুকূলে অনুদানের চাল উত্তোলনের জন্য ডিও প্রদান করা হবে। স্ব স্ব উপজেলা পরিষদের প্রকল্প কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এই অনুদান দেয়া হবে।