নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছার জামতলার ফজর আলী নামে এক বৃদ্ধকে ভরণ-পোষণ না দেয়ায় ছেলে ও বৌমাসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার ফজর আলী আদালতে এই মামলা দায়ের করলে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামিরা হলো, জয়নাল আবেদীন ও তার স্ত্রী তহমিনা বেগম এবং ছেলে তৈয়ব আলী।
মামলার বিবরণে জানা গেছে, আসামি জয়নাল বাদী ফজর আলীর ছেলের। অপর তৈয়ব আলী জয়নালের ছেলে এবং তহমিনা জয়নালের স্ত্রী। ফজর আলীর স্ত্রীর মৃত্যুর পর তিনি অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তিনি কোন কার্জকর্ম করতে পারেন না, ছেলের উপর নির্ভশীল। তার নামে ১৫ শতক জমি ছিল। ২০১৬ সালের ৯ নভেম্বর আসামিারা ভুল বুঝিয়ে ওই জমি হেবা দলিল করে নেয়। কিছুদিন পর থেকে আসামিরা তার উপর নিষ্ঠুর আচরণ শুরু করে। তারপরও তিনি কষ্ট সহ্য করে তাদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করেন। গত ৬ জুন আসামিরা টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দেয়। এ সময় ছেলে তার গলা চেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। আসামিরা তার ব্যবহৃত জিনিসপত্র ঘরের বাইরে ফেলে দেয়। এ সময় ফজর আলীর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। স্থানীয়ভাবে মিমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এই মামলা করেছেন।