ডেস্ক নিউজ: ভারতের তামিলনাড়ুর কুন্নুরে সেনা হেলিকপ্টারের দুর্ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইম জানিয়েছে, সিডিএস জেনারেল বিপিন রাওয়াত কে বহন করা দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারে ছিলেন তার পরিবারের সদস্য ও কয়েকজন সেনা কর্মকর্তা।
খারাপ আবহাওয়ার জন্যেই হেলিকপ্টার ক্র্যাশ হয়েছে বলে জানা গেছে। তবে ভারতীয় সেনার পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি।
জানা গেছে, ওয়েলিংটনে অবস্থিত একটি সেনা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিতে সেনা কর্মকর্তারা যাচ্ছিলেন হেলিকপ্টার যোগে। প্রাথমিক ভাবে জানা গেছে, ঘটনায় গুরুতর ভাবে আহত ৩ জন, ৪ জন মারা গেছেন। বিপিন রাওয়াতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুলুর থেকে উড়ে ওয়েলিংটনে উদ্দেশে যাচ্ছিল সেনার হেলিকপ্টারটি। দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারটি MI-17V5 ছিল। হেলিকপ্টারে মোট ৯ জন ছিলেন।
ঘটনার প্রেক্ষিতে বিমান বাহিনীর তরফে এক টুইটে ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে স্থানীয় মানুষ সেখানে উদ্ধারকাজে যোগ দিয়েছেন।
স্থানীয় পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। এলাকা পাহাড়ি হওয়ায় উদ্ধারকাজ কঠিন হবে।
জানা যায়, সুলুরে ভারতীয় বিমানবাহীনীর এয়ারবেস থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল। ৫০ কিমি পথ অতিক্রম করতে মোটামুটি ২০ মিনিট সময় লাগে। তবে মাঝপথেই আকাশ থেকে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। একটি সুত্র থেকে জানা যায়, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে ছিলেন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়ার এলএস লিড্ডার, লেফটেন্যান্ট কর্নের হরজিন্দর সিং, নায়েক গুরুসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার, ল্যান্স নায়েক বি সাই তেজা।
আরো পড়ুন:
কালীগঞ্জে অসময়ের বৃষ্টিতে কৃষকের ফসলের ক্ষতি
ডুমুরিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু