মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
রোববার সকালে মহেশপুরের যাদবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক দম্পতি বিজিবি’র হাতে আটক হয়েছেন।
৫৮ বিজিবি’র উপ-পরিচালক তসলিম তারেক জানান, যাদবপুর বিওপির টহল দল কানাইডাঙ্গা মাঠের ভেতর থেকে তাদের আটক করে। তারা হলো-নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধোপাদহ গ্রামের জীবন কৃষ্ণ পাল (৩৫) ও তার স্ত্রী অনিমা পাল (২৬)। বিজিবি তাদের থানায় সোপর্দ করেছে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।