সভাপতি রাজু সভাপতি ও মাকসুদ সাধারণ সম্পাদক
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনের ৯ সদস্যের চূড়ান্ত কমিটি ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। রোববার দুপুরে এই চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়। এতে কাজী নওশাদ দিলওয়ার রাজুকে সভাপতি, শেখ এজাজ আহমেদ স্বপনকে সহ-সভাপতি, এ.এস.এম মাকসুদ খানকে সাধারণ সম্পাদ, এস এম আমীর হামজাকে যুগ্ম সাধারণ সম্পাদক, দীপংকর ঘোষকে সাংগঠনিক, বন্দর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, রফিকুল ইসলামকে কাস্টমস ও দপ্তর বিষয়ক, আবু মুসাকে অর্থ সম্পাদক, আশরাফুজ্জামান আশু ও শাহানুর ইসলাম শাহীনকে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।
ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনার আশরাফুর রহমান ও সদস্য সচিব জালাল উদ্দীন আকবর ও সদস্য এস এম আব্দুস সালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। নির্বাচন পরিচালনা কমিটির তথ্যমতে গত ৯মে ৯টি পদের বিপরীতে ১৮ টি মনোনয়ন বিক্রি হয়। ১০ মে মনোনয়ন পত্র দাখিলের দিন ১৮টি মনোনয়নের মধ্যে ৯টি পদে প্রতিটি পদে মাত্র একটি করে মোট ৯টি মনোনয়ন জমা পড়ে। কারও মনোনয়ন বাতিল না হওয়ায় এবং কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় নির্বাচন পরিচালনা কমিটির তফশীল অনুযায়ি ১৫ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন নির্বাচন পরিচালনা কমিটি।