নিজস্ব প্রতিবেদক: রস চুরির সময় ধরিয়ে দেওয়ার ক্ষোভের জের ধরে যশোরে শফিকুল ইসলাম (৩৫) নামে একজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ৫/৬ মাস আগের সেই ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে সদরের সুলতানপুর বাবুপাড়ায় এ ঘটনা ঘটে। তিনি পেশায় ভ্যান চালক।
আহত শফিকুল জানান, গত জানুয়ারিতে সুলতানপুর নুরালী মাঠে বাবুপাড়ার ইমরান হোসেনসহ (২২) ৪/৫ জন রস চুরি করে ধরা পড়লে স্থানীয়রা তাদেরকে গণধোলাই দেয়। ওই ঘটনায় যুক্ত থাকা ভ্যান চালক শফিকুলকে চিহ্নিত করে রাখে এবং শনিবার শফিকুল সুলতানপুর আদর্শপাড়া স্কুল থেকে যাত্রী নিয়ে বাসায় ফেরার পথে বাবুপাড়া পৌঁছালে ইমরান হোসেন ও তার ছোট ভাই শিহাবউদ্দীনসহ ২/৩ জন গতিরোধ করে। ইট ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে শফিকুলকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন জানান, শফিকুলের মাথায় আঘাত করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি তদন্ত শেখ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সুলতানপুরে শফিকুল ইসলাম নামে একজনকে পিটিয়ে জখম করেছে স্থানীয়রা। মামলা প্রক্রিয়াধীন।