মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
৪৯ জন সদস্য বিশিষ্ট ‘এসো পথ চলি একতা সংঘ’ বর্ষপূর্তি ও সদস্য পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার রাত ৮ টার দিকে উপজেলার জয়পুর-জামতলা দিঘীরপাড় মাঠে এক আলোচনা সভা আয়োজন করা হয়।
সংগঠনের উপদেষ্টা আজগর আলী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন। বর্ষপূর্তি ও সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শরিফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি জিএম ফারুক আলম, নির্বাহী সদস্য হুসাইন নজরুল হক, স্বেচ্ছাসেবক সংঘের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, অর্থ সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, রক্তদান বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।