মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুর চিনাটোলা বাজার সংলগ্ন পুরাতন টায়ারের স্তুপ থেকে ককটেল ও
দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ বুধবার পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিত্যাক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করেন।
মিলন দাস জানান, তিনি পুরাতন টায়ারের ব্যবসা করেন। এদিন সকালে দিকে তিনি পুরাতন টায়ার আনতে গিয়ে টায়ারের মধ্যে বস্তায় দা, হকিস্টিক, জিআই পাইপ দেখতে পান। সাথে সাথে তিনি পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বস্তার ভিতর থেকে ৩ টি দা, ৩টি হকিস্টিক ও ৪টি জিআই পাইপ উদ্ধার করেন। একই জায়গার অপর একটি টায়ারের মধ্যে থেকে ৭টি ককটেল উদ্ধার করেন।
স্থানীয়দের ধারনা সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে সহিংসতা ঘটানোর জন্য কোন পক্ষ এটি মজুদ করে রাখতে পারে।
মনিরামপুর থানার ওসি নুর-ই আলম সিদ্দিকী জানান, উদ্ধারকৃত ককটেল সক্রিয় কিনা তা পরীক্ষা না করে বলা যাচ্ছে না। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।