মনিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে পরিবার ও সামাজিক উন্নয়ন সংস্থার (এফএসডিও) ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। একই সাথে সমাজ সেবায় অবদান রাখার গণমাধ্যম কর্র্মী ও স্বেচ্ছাসেবীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের সভাপতি দেব বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মণিরামপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ মফিজুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, যশোর জেলা আইনজীবী সমিতির সহকারী সম্পাদক এপিপি অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাবেক সভাপতি এসএম মজনুর রহমান, সদস্য অধ্যাপক বাবুল আকতার প্রমূখ।
সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের জন্য কাজ করার উদ্দেশ্য নিয়ে ২০১৭ সালে এফএসডিও স্বেচ্ছাসেবি সংগঠনটির যাত্রা শুরু হয়। এরপর থেকে মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্তদান, করোনাকালীন দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, শীতার্ত মানুষকে কম্বল বিতরণসহ নানা সেবামূলক কাজ করছে সংগঠনটি। সারা দেশের ২৪ টি জেলায় এক হাজারের বেশি স্বেচ্ছাসেবি যুক্ত রয়েছেন সংগঠনটির সাথে। এ পর্যন্ত তারা ৮ শতাধীক বেশি মুমূর্ষু রোগীকে রক্ত দিয়েছেন। সমাজ সেবায় অবদান রাখার দৈনিক কল্যাণ পত্রিকার মণিরামপুর উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ সোহানের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।