মণিরামপুর প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলায় বিএনপির ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়া হয়েছে। এ ঘটনায় ১২ নেতাকর্মী আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার ভোজগাতি ইউনিয়নের যশোর-কেশবপুর মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মণিরামপুরের ভোজগাতি ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে উপজেলা কমিটির আহ্বায়ক শহীদ ইকবাল ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টুর সমর্থকদের মধ্যে ওইদিন রাতে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। এ সময় দু’গ্রুপের নেতাকর্মীরা লাঠিসোটা, চেয়ার নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় ও প্রায় ঘন্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা-ধাওয়া। এতে উভয় গ্রুপের ১২ নেতাকর্মী জখম হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গুরুতর আহতরা হলেন, শহীদ ইকবাল গ্রুপের ইমরান হোসেন (৩২), আরিফ হোসেন (৩০), জামির হোসেন (২৬) এবং আসাদুজ্জামান মিন্টু গ্রুপের ইব্রাহিম হোসেন (৩০), সোহাগ (২৮) ও আলী হোসেন (২৫)। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।