নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সরকার কৃষি বান্ধব। কৃষি, বিদ্যুৎ, শিক্ষা, অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন সেক্টরে সরকারের যুগোপযোগী নীতি গ্রহণে এসব সেক্টরে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। কৃষি ক্ষেত্রে কার্যকরী ব্যবস্থা নেওয়ায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কৃষি সেক্টরে উৎপাদন ব্যবস্থায় অধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমবায় ভিত্তিক উৎপাদন ব্যবস্থা বৃদ্ধি করতে হবে। প্রযুক্তি ও সমবায়কে বাদ দিয়ে টেকসই কৃষি উৎপাদন সম্ভব নয়। প্রান্তিক কৃষক পর্যায়ে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে। সরকার কৃষকের আশা আকাক্সক্ষা বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।
শুক্রবার বিকালে মণিরামপুর উপজেলার পাঁচাকড়ি ভিলেজ সুপার মার্কেটে সফল নিরাপদ কৃষি পণ্য উৎপাদন প্রক্রিয়াজাতকরণ ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সফল সমবায় সমিতির সভাপতি দীপংকার বসুর সভাপতিত্বে প্রতিমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র যোগ্য নেতৃত্বে আধুনিক ও সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে কৃষি ও কৃষকদের উন্নয়নে বাস্তবায়িত হচ্ছে বিভিন্ন উৎপাদনমুখী কর্মসূচি। দেশের সংকটকালীন মূহুর্তে বঙ্গবন্ধু কৃষির উন্নয়নে যে রূপরেখা প্রদান করেছিলেন পরবর্তীতে তা দেশের খাদ্য নিরাপত্তা ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমবায় অধিদপ্তরের খুলনার ডিভিশনাল জয়েন্ট রেজিস্ট্রার মিজানুর রহমান, সফল প্রকল্প’র সলিডারিডাড নেটওর্য়াক এশিয়া ঢাকার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ইন্দু ভূষন রায়, জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক (কর্মসূচি) কাজী মাজেদ নেওয়াজ, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন নেহালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, মণিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার প্রমুখ। এর আগে প্রতিমন্ত্রী ভিলেজ মার্কেটে সমবায় সমিতির বিভিন্ন ব্যবসা সমূহ পরিদর্শন ও উদ্বোধন করেন।