নিজস্ব প্রতিবেদক :
যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া মোড়ে নসিমনে চাঁদাবাজির অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। যশোর সদরের কচুয়া গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে নসিমন চালক ইশারত মোল্লা বুধবার রাতে মামলা করেন। মামলায় সদরের কেফায়েতনগর গ্রামের মৃত মোতালেব শেখের ছেলে চাঁদাবাজ ফিরোজ ওরফে ফেরদাউস শেখকে আসামি করা হয়। পুলিশ ঘটনার দিনই ফিরোজকে আটক করে।
মামলায় নসিমন চালক ইশারত মোল্লা বলেছেন, আসামি ফিরোজ, ইশরতসহ আরো অনেকের কাছে প্রতিনিয়ত চাঁদা দাবি করতেন। নসিমন চালিয়ে যশোর থেকে নওয়াপাড়ার উদ্দেশে যাওয়ার সময় পথিমধ্যে বুধবার বিকেলে বসুন্দিয়া মোড়ে মমতাজ বেকারির সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে আসামি ফিরোজ দাঁড়ানোর জন্য সংকেত দেয়। ইশারত নসিমত নিয়ে দাঁড়িয়ে যায়। ফিরোজ নসিমন চালক ইশারতকে ভয়ভীতি দেখিয়ে বলে এই রাস্তায় নসিমন চালাতে গেলে এক হাজার টাকা চাঁদা দিতে হবে। চাঁদা দিতে রাজি না হওয়ায় ফিরোজ জোরপূর্বক হুমকি ধামকি দিয়ে চাঁদা নেয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে ঘটনা জানতে পেরে চাঁদাবাজ ফিরোজকে আটক করে। এঘটনায় বুধবার রাতে কোতয়ালি থানায় ফিরোজের বিরুদ্ধে চাঁদাবজির অভিযোগে মামলা করেন তিনি।