মহেশপুর প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুরে ৫টি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার খালিশপুর বাসস্ট্যান্ড থেকে আটক করে ৫৮ বিজিবি। আটককৃতের নাম রবিউল ইসলাম (৫৫)। তার বাড়ি মহেশপুর উপজেলার গুড়দহ গ্রামে।
এদিন দুপুরে সংবাদ সম্মেলনে ৫৮ বিজিবির সহকারী পারিচালক সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির একটি টহল দল খালিশপুর বাসস্ট্যান্ড থেকে সোনার বারসহ রবিউল ইসলামকে আটক করে। সে দীর্ঘদিন ধরে সোনা চোরাকারবারী করে আসছে।