মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : বৃহস্পতিবার ভোরে মহেশপুর মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৩ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।
বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে লেবুতলা মাঠ থেকে বিজিবি তাদেরকে আটক করে। আটককৃতরা হলো, পিরোজপুরের কলারন গ্রামের জসিম গাজী (৩২), মাদারীপুরের চাদপট্টি গ্রামের আচ মোহাম্মদ (২৯) এবং চাদপুর জেলার পাচানী গ্রামের নারায়ন চন্দ্র দাস (৩০)।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ভোরে মহেশপুরে বিজিবি পৃথক অভিযানে মাদকসহ এক চোরকারবারীকে আটক করেছে ।
৫৮ বিজিবির উপপরিচালক মেজর তসলিম তারেক জানান, যাদবপুর বিওপি টহল দল অভিযান চালিয়ে উপজেলার কানাইডাঙ্গা মাঠ থেকে ১০০ বোতল ফেনসিডিল আটক করে। মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। খোসালপুর মাঠ থেকে ৯০০ গ্রাম গাঁজাসহ শ্রীপুর গ্রামের তরিকুল ইসলাকে (২০) আটক করে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।