মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
শনিবার বিকেলে মহেশপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।
এছাড়া শোভাযাত্রায় পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কুন্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, জেলা পরিষদের সদস্য এমএ আসাদ, শেখ হাশেম আলী, ইউপি চেয়ারম্যান শাহাজান আলী, শামছুল আলম মৃধা, আবুল কাশেম মাস্টার, সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।