মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: মহেশপুরে ষড়যন্ত্রের জাল থেকে রক্ষা পেলেন এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার গুড়দহ বাজারে।
শুক্রবার দিবাগত রাতে মহেশপুর থানার ওসি সেলিম মিয়া এক প্রেস ব্রিফিংয়ে জানান, একটি মোবাইল নম্বর থেকে তাদের কাছে খবর আসে গুড়দহ বাজারের আজিজুল হক (৫২) ফিড ব্যবসায়ী। তার দোকানে একটি প্যাকেটের মধ্যে হেরোইন আছে। এমন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ ওই দোকানে অভিযান চালিয়ে প্যাকেটসহ আজিজুল হককে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় ওই প্যাকেটে কোন হেরোইন নেই। মিথ্যা তথ্য দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। পরবর্তীতে মহেশপুর থানা পুলিশ ওই তথ্য দাতার মোবাইলে ফোন করে বন্ধ পায়। এই ঘটনায় মহেশপুর থানায় একটি জিডি করা হয়েছে এবং তাকে থানা ছেড়ে দেয়া হয়েছে।