মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: মঙ্গলবার সন্ধ্যায় মহেশপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক আসামিকে আটক করেছে দত্তনগর ফাঁড়ি পুলিশ।
দত্তনগর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই সাগর শিকদার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে স্বরুপপুর ইউপির গোকুলনগর গ্রামের ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী উজ্জল হোসেনকে আটক করে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, উজ্জ্বল হোসেন ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।