মহেশপুর প্রতিনিধি :
মহেশপুরে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে নারী ও শিশুসহ ১৯ জন আটক হয়েছে। বুধবার ভোরে মাটিলা ও বাঘাডাঙ্গা সীমান্ত থেকে ৫৮ বিজিবি তাদেরকে আটক করে।
বিজিবি সূত্রে প্রকাশ, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ৫৮ বিজিবি মাটিলা মাঠ থেকে ১০ জনকে আটক করে। আটকদের মধ্যে ৫ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশু রয়েছে। অপরদিকে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় কাঞ্চনপুর ব্রিজের কাছ থেকে ৯ জনকে আটক করে। এদের মধ্যে ৪ জন পুরুষ, ৫ জন নারী রয়েছে। তাদের বাড়ি রাজশাহী, নাটোর, খুলনা, মুন্সীগঞ্জ, বাগেরহাট, পিরোজপুর, ময়মনসিংহ, নড়াইল ও যশোর জেলায়। বিজিবি তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করেছে।
মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, এ ব্যাপারে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। আটকদের আদালতে পাঠানো হয়েছে।