ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ও মাটিলা সীমান্ত থেকে নারী-শিশুসহ আট জনকে আটক করেছে ৫৮ বিজিবি। গতকাল বুধবার ভোরে তাদের আটক করা হয়।
৫৮ বিজিবির পরিচালক শাহীন আজাদ জানান, যাদবপুর সীমান্তের কানাইডাঙ্গা গ্রামের মাঠ থেকে বাংলাদেশী একজন পুরুষ, তিন নারী ও দুই শিশুসহ ৬ জনকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে আটক করা হয়। অন্যদিকে, মাটিলা সীমান্তের লেবুতলা গ্রামের মাঠ থেকে আরো দুইজন পুরুষকে আটক করা হয়।
আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।