মাগুরা প্রতিনিধি: মাগুরায় নির্বাচন পরবর্তী সংঘর্ষে তালখড়ি ইউনিয়নে শনিবার সকালে শরিফুল মোল্ল্যা নিহত হয়েছেন।
নিহত শরিফুলের ভাইপো নাজমুল হাসান জানান, শনিবার সকালে চায়ের দোকানের সামনে বসে ছিলেন শরিফুল মোল্ল্যা (৬০), মহব্বত মোল্ল্যা (৪৫), বদর মোল্ল্যা (৫০), আনিচুর মোল্ল্যা (৬০), রাজিবুল মোল্ল্যাসহ (৩৫) আটজন। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে।
পরে গুরুতর অবস্থায় এলাকাবাসী আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডা. শাহিনুর রহমান সোহাগ শরিফুলকে মৃত ঘোষণা করেন। অন্যদের অবস্থা আশাংকাজনক বলে জানান।
এ বিষয়ে শালিখা থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।