শালিখা (মাগুরা) প্রতিনিধি ।। মাগুরা মুক্তদিবস উদযাপন উপলক্ষে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে গতকাল ৭ ডিসেম্বর।
অনুষ্ঠানে সভাপতি ছিলেন ড. আশরাফুল আলম জেলা প্রশাসক মাগুরা। প্রধান আতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। সম্মানিত অতিথি ছিলেন সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, বিশেষ অতিথি জহিরুল ইসলাম পুলিশ সুপার মাগুরা, পঙ্কজ কুমার কুন্ডু চেয়ারম্যান জেলা পরিষদ মাগুরা, আ.ফ.ম আব্দুল ফাত্তা সভাপতি (ভারপ্রাপ্ত) মাগুরা জেলা আওয়ামী লীগ, আবু নাসির বাবলু উপজেলা চেয়ারম্যান মাগুরা সদর, খুরশীদ হায়দার টুটুল মেয়র মাগুরা পৌরসভা, মোল্লা নবুয়াত আলী সাবেক জেলা কমান্ডার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল মাগুরা, মুন্সি রেজাউল হক সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী মাগুরা জেলা শাখা। উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা থেকে আসা মুক্তিযোদ্ধাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিবৃন্দ মাগুরার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস টিকিয়ে রাখতে একটি পান্ডুলিপি ও ছোট আকারে একটি মুক্তিযোদ্ধা যাদুঘর স্থাপনের সুপারিশ করেন।