পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর খুলনার সহযোগিতায় উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর খুলনার উপ-পরিচালক মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, এসআই মোশাররফ হোসেন। সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কওসার আলী জোয়াদ্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, কাজল কান্তি বিশ^াস, শাহজাদা ইলিয়াস, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, খালেকুজ্জামান, রহিমা আক্তার শম্পা, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ প্রমুখ।