নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য বিক্রিতে বাধা দেওয়ায় মোহাম্মদ লালনকে (৪০) কুপিয়ে আহত করছেন আপন চাচাতো ভাই মোড়ল ও তৈমুর হোসেন। মঙ্গলবার সকালে যশোরের শার্শার কাশিপুর গ্রামে ঘটনাটি ঘটে।
আহত লালন জানান, সকালে চাচাতো ভাই মোড়ল হোসেন ও তৈমুর হোসেন নিজ বাড়িতে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করে। একই বাড়িতে তাদের বসবাস থাকায় দিন রাত ২৪ ঘণ্টা মাদক ক্রেতাদের আনাগোনা থাকে। এর প্রতিবাদ করলে মোড়ল ও তৈমুর গাছি-দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে লালনকে। এসময় তাকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক সামস্ জানান, বিকেলে শার্শা থেকে মোহাম্মদ লালনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম হাতের কেনুর উপরে গুরুতর জখম রয়েছে।
শার্শা থানার ওসি মো. মামুন খান জানান, কাশিপুরে মোহাম্মদ লালনের হামলার খবর শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদক বিক্রিতে বাধা দেয়ায় চাচাতো ভাইদের হামলায় শার্শায় একব্যক্তি জখম
