নিজস্ব প্রতিবেদক: মাদক মামলায় ইকবাল হোসেন নামে এক আসামিকে ১০ বছরের কারাদ- ও অর্থদ- দিয়েছেন আদালত। বৃহস্পতিবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাহমিদা জাহাঙ্গীর এ রায় দিয়েছেন। দ-প্রাপ্ত ইকবাল হোসেন জেলার চৌগাছা উপজেলার তারনিবাস গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি আসাদুজ্জামান আসাদ।
আদালতের বেঞ্চ সহকারী সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী জানান, ২০১২ সালের ২৯ জুলাই যশোরের ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযানে চৌগাছা উপজেলার আফরা মোড় থেকে ইকবালকে আটক করে। এসময় তার কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবির এসআই শেখ কনি মিয়া চৌগাছা থানায় মামলা করেন। এসআই আবুল খায়ের তদন্ত শেষে ২০১২ সালের ৩১ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার আসামির উপস্থিতিতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন আদালত।