নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের পুলেরহাটের মালঞ্চী গ্রামে প্রশাসনের অভিযানে বাল্য বিবাহ বন্ধ হয়েছে। শনিবার বিকেলে বাল্য বিয়ের খবর শুনে ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী হোসেন আলীর বাড়ি (ছেলের বাড়ি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা অভিযান পরিচালনা করেন। অভিযানে আরো অংশ নেয় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আনিসুর রহমান ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে যেয়ে জানতে পারেন, ছেলে মেয়ে উভয়েই অপ্রাপ্ত বয়স্ক। তাদের মধ্যে প্রায় এক বছর যাবত প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের বাবা বিষয়টি জানতে পেরে অন্যত্র বিয়ে দেয়ার উদ্যোগ নেয়। শনিবার সকালে মেয়েটি যোগাযোগ করে ছেলের বাসায় চলে আসে। ছেলের অভিভাবকরা বিয়ে পড়ানোর সিদ্ধান্ত নেয়। খবর পেয়ে প্রশাসনের সদস্যরা সেখানে যেয়ে মেয়ের বাবাকে ডেকে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রতিবেশিদের সামনে উভয় পক্ষকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ সম্পর্কে অবহিত বাল্যবিবাহের সাজা ও অপকারিতার বিষয়ে সচেতন করা হয়। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে নিবৃত থাকতে মৌখিকভাবে সতর্ক করা হয়। একই সাথে মেয়ের বাবা ও ছেলে মায়ের কাছ থেকে মুচলেকা নেয়া হয়। মেয়েকে তার বাবার কাছে সোপর্দ করা হয়।