বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : মাস্ক না পরায় যশোরের বাঘারপাড়া ও খাজুরায় সাতজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত উপজেলা সদরের চৌরাস্তা ও খাজুরা বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আ.ন.ম আবুজর গিফারী অভিযানের নেতৃত্ব দেন। পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক না পরে বিভিন্ন বাজারে ব্যবসা পরিচালনা করছিলো দোকানিরা। একই সাথে মাস্ক না পরে বাজারের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করছিল পথচারীরা। শুক্রবার সকালে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে সাত ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।