নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের মুড়লি মোড়ে নসিমন উল্টে মধু বাবু (৪০) নামে একজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে মুড়লি মোড় কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি কেশবপুরের সাহাপাড়ার বাসিন্দা।
স্থানীয়রার জানান, রাজারহাট মোড় থেকে যশোর শহরগামী একটি নসিমন দ্রুতগতিতে চালিয়ে কোল্ড স্টোরের সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রোডের উপর উল্টে যায়। এতে নসিমনে থাকা যাত্রী মধু বাবু গুরুতর জখম হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, দুপুরে মধু বাবু নামে একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নিয়ে আসলে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে মারা যান।
যশোর কোতোয়ালি থানার ওসি তদন্ত শেখ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনে থাকা যাত্রী মধু বাবু নিহত হয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।