কল্যাণ রিপোর্ট
যশোরের বেনাপোলের বহুলালোচিত ৯ টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯টি ম্যাগাজিনসহ আটক ইউপি সদস্য হাবিব বিশ্বাসকে খালাস দিয়েছেন স্পেশাল ট্রাইবুন্যাল-২ এর বিচারক।
মঙ্গলবার স্পেশাল ট্রাইবুন্যাল-২ এর বিচারক মোস্তফা কামাল এক রায়ে এ আদেশ দিয়েছে। হাবিব বেনাপোল পুটখালী গ্রামের মৃত কোরবান আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি বিমল কুমার রায়।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ৩১ আগস্ট দুপুরে ইউপি সদস্য হাবিব বিশ্বাসের বাড়িতে অভিযান চালায় র্যাব। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ঘরের মধ্যে থেকে ৯ টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ব্যাপারে র্যাব যশোরের পরিদর্শক অহিদুল ইসলাম বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় অস্ত্র আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করে বেনাপোল পোর্ট থানার ওসি তদন্ত আজিজুল হক আসামি হাবিবকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আসামি হাবিবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাকে খালাস দেন।