নিজস্ব প্রতিবেদক :
যশোরের খাজুরার সৌরভ ডেন্টাল কেয়ারে মেয়াদ উত্তীর্ণ ব্যাথানাশক ওষুধ ব্যবহার করে চিকিৎসা সেবা দেওয়ার সময় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়। প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। এছাড়া একই বাজারের রিফাত স্টোরে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয় করায় দুই হাজার টাকা ও তাপস ট্রেডার্সে মূল্য তালিকা ব্যবহার না করায় এক হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব জানান, খাজুরার সৌরভ ডেন্টাল কেয়ারে চিকিৎসায় মেয়াদ উত্তীর্ণ ব্যাথানাশক ও রি-এজন্ট ব্যবহার করা হচ্ছিল। এছাড়া রোগীর চিকিৎসায় দূষিত পানি সাকশান মেশিনে ব্যবহার করতে দেখা যায়। অভিযানে দেখা যায় ডেন্টাল কেয়ারের প্রধান নজরুল ইসলাম চেম্বারে নেই। যিনি চিকিৎসা দিচ্ছিলেন তার নাম শাহানাজ পারভীন। তিনি ডেন্টিস্ট না হয়েও মিথ্যা বিজ্ঞাপন দিয়ে রোগীদের সাথে প্রতারণা করেন। এসব অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আর অভিযানে ডেন্টাল কেয়ার কর্তৃপক্ষকে ৩০ দিনের মধ্যে সকল প্রয়োজনীয় পরিবর্তন করার নির্দেশনা দেয়া হয়। অভিযানে সহযোগিতা করেন ক্যাব যশোরের সদস্য আব্দুর রকিব সরদার এবং জেলা পুলিশের একটি টিম।