নিজস্ব প্রতিবেদক: মে মাসের খুলনা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে যশোরের নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরানকে পুরস্কৃত করা হয়েছে। সোমবার রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম এ পুরস্কার প্রদান করেন।
পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অপরাধ দমন এবং ক্লুলেস মামলা তদন্তে খুলনা বিভাগের শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচন সভা বিভাগীয় রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় রেঞ্জের মধ্যে যশোরের নাভারণ সার্কেল অফিসার জুয়েল ইমরানকে মনোনীত করা হয়। এরপর তাকে পুরস্কার প্রদান করা হয়।
এ সময় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি (এডমিন অ্যান্ড ফিন্যান্স) একেএম নাহিদুল ইসলাম এবং যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ ১০ জেলার পুলিশ সুপার উপস্থিত ছিলেন।