মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাবা ও ছেলেকে কুপিয়ে-পিটিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষ। রোববার সন্ধ্যায় উপজেলার মিঠাখালী ইউনিয়নের আন্ধারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন রুহুল আমিন শেখ (৬০) ও তার ছেলে রুবেল শেখ (২৫)। রাতেই গুরুতর অবস্থায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত রুহুল আমিন শেখের ছোট ভাই তোতা শেখ বলেন, স্থানীয় ইউপি মেম্বর আজমল শেখের নেতৃত্বে প্রতিপক্ষ মিজান ও মঞ্জু তার বড় ভাই এবং বড় ভাইয়ের ছেলে রুবেলকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে এলাকার লোকজন এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাতেই উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠায়।
মোংলা থানার সেকেন্ড অফিসার এসআই আকরামুল হক বলেন, আহতদের অবস্থা গুরুতর, তাই উন্নত চিকিৎসা নিতে বলেছি। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় ইউপি মেম্বর আজমল শেখ বলেন, ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না, পরে এসে শুনেছি।