খুলনা ব্যুরো: মোংলা পোর্ট পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের বাজেটে ঘোষণা করা হয়েছে। এ অর্থ বছরের ২০২ কোটি ৬৫ লাখ ৪৬ হাজার ৪০ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। সোমবার বেলা সাড়ে ১১টায় পৌর শহরের হোটেল টাইগারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন।
এবারের বাজেটে সর্বাধিক অগ্রাধিকার দেয়া হয়েছে সাধারণ সংস্থাপন খাতকে। ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ২০২ কোটি ৬৫ লাখ ৪৬ হাজার ৪০ টাকা। আর ব্যয়ও ধরা হয়েছে একই টাকার। বাজেটে সর্বোচ্চ আয় ধরা হয়েছে ট্যাক্স খাতে ৬ কোটি ৮৭ লাখ টাকা। এছাড়া রেইটস খাতে ২ কোটি ১৫ লাখ, পানির ট্যারিফ বাবদ ২ কোটি ৪২ লাখ ও অন্যান্য খাত থেকে ১০ কোটি ৮৬ লাখ টাকা।