মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: মোংলা বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা ১৩২টি গাড়িসহ ১৩৭টি লটের নিলাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মোংলা কাস্টম হাউজ এই নিলাম পরিচালনা করে। নিলামে অংশ নেয়া সকল টেন্ডার যাচাই-বাছাই ও সার্বিক প্রক্রিয়া শেষে দুই-এক দিনের মধ্যে নিলাম গ্রহীতাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
কাস্টম হাউজ সূত্র জানায়, আইন অনুযায়ী আমদানির এক মাসের মধ্যে বন্দর থেকে গাড়ি ছাড়িয়ে নিতে হবে। এ সময়ের মধ্যে গাড়ি ছাড়িয়ে না নিলে কাস্টম নিলাম প্রক্রিয়া শুরু করে। বর্তমানে বন্দরে নিলামযোগ্য প্রায় ২৮৮৪টি গাড়ি রয়েছে। এর মধ্যে মঙ্গলবার নিলামে তোলা হয় ১৩২টি গাড়ি ও অন্যান্য পণ্যের পাঁচটি লট।
উল্লেখ্য, ২০০৯ সালের ৩ জুন হক-বে অটোমোবাইল কোম্পানি প্রথম মোংলা বন্দরের মাধ্যমে ২৫৫টি গাড়ি আমদানি করে। সে সময় থেকে এখন পর্যন্ত মোংলা বন্দরে ১ লাখ ৪৬ হাজার ১৬৩টি গাড়ি আমদানি করা হয়।