মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জ পল্লীতে অগ্নিকান্ডের ঘটনায় আশিতিপর এক মহিলা ভিক্ষুকের বসতঘর পুড়ে ছাই। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে উপজেলার খাউলিয়া ইউনিয়নের মানিকজোড় গ্রামে।
ওই গ্রামের আলেয়া বেগম (৮০) স্বামীর মৃত্যুর পর বাবার বাড়িতে বসবাস করে ভিক্ষা করে জীবীকা নির্বাহ করে আসছেন। শুক্রবার রাতে আলেয়া বেগম বাড়িতে না থাকায় অগ্নিকান্ডের ঘটনায় তার বসতঘরটি পুড়ে যায়। কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান, ফাঁড়ি ইনচার্জ অনুপ চন্দ্র, ইউপি সদস্য আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।