মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে পিতার অভিযোগের প্রেক্ষিতে এক দিনমজুরকে পিটিয়ে দুই হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। হোগলাপাশা ইউনিয়ন চেয়ারম্যান ফরিদুল ইসলামের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন পশ্চিম বৌলপুর গ্রামের হোটেল শ্রমিক জুয়েল শেখ (৩৪)। চেয়ারম্যানের বেধড়ক পিটুনিতে জুয়েল শেখ এখন শয্যাশায়ী। গত সোমবার চৌকিদার দিয়ে জুয়েলকে পরিষদে ডেকে নিয়ে একটি কক্ষে আটকিয়ে চেয়ারম্যান মারপিট করেন।
এ ছাড়াও বড় হরিপুর গ্রামের অবসরপ্রাপ্ত অধ্যাপক, সুহাসিনী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি কার্তিক চন্দ্র ডাকুয়ার বাড়িতে গিয়ে তাকে মারধর করে কয়েকটি কাগজে স্বাক্ষর করিয়ে নেন বলে অভিযোগ করেছেন ওই অধ্যাপক। চেয়ারম্যানের রোষানলে পড়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ওই পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বর দিপক কুমার মাঝি। নির্বাচিত এ ইউপি সদস্য ও তার পরিবারের সদস্যরা এক মাস ধরে এলাকা ছাড়া। দিপক কুমার মাঝি এ বিষয়ে হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্যপরিষদসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।
ফরিদুল ইসলাম গত বছরের ২০ সেপ্টেম্বর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে হোগলাপাশা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকেই তিনি এলাকায় প্রতিশোধ নিতে শুরু করেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।
এ বিষয়ে জানতে চাইলে শনিবার চেয়ারম্যান ফরিদুল ইসলাম সকল অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচনের পর থেকেই তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হচ্ছে।