মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ও পৌর মৎস্যজীবী লীগের উদ্যোগে ২২ মে ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত সভায় অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা যুবলীগ আহবায়ক মোজাম্মেল হক মোজাম।
উপজেলা মৎস্যজীবী লীগ সাধারণ সম্পাদক আল আমিন শেখের পরিচালনায় এ প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আ. ওহাব বাচ্চু, জাহাঙ্গীর ফরাজী, কৃষক লীগ বাগেরহাট জেলা সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর মৎস্যজীবী লীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জমান মল্লিক, উপজেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি ইউনুস আলী শেখ, মিজানুর রহমান হাওলাদার প্রমুখ।
সভায় আগামী ২২ মে মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠাবর্ষিকী সফল করার লক্ষ্যে প্রস্তুতি মূলক সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।