নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ঋতুচক্রের গ্রীষ্মে সবচেয়ে বেশি ফলের সমারোহ দেখা যায়। বিভিন্ন মৌসুমি ফলের মৌ-মৌ ঘ্রাণে চারপাশ ভরে যায়। জ্যৈষ্ঠ মাসের এমন বিভিন্ন প্রজাতির ফল নিয়ে ‘মৌসুমি ফল উৎসব’ করেছে যশোরের চারুতীর্থ ক্রিয়েটিভ আর্ট স্কুল।
শুক্রবার বিকালে স্টেডিয়াম রোডে নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়। উৎসবে আম, জাম, লিচু, কাঁঠাল, ড্রাগন, লটকন, আনারস, করমচা, জামরুল, তাল, খেজুর, নাশপাতি, পেয়ারাসহ প্রায় ১৫ প্রজাতির ফলের সমাহার ছিল।
আয়োজক সজল ব্যানার্জী জানান, গ্রামের শিক্ষা-প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীকে প্রশ্ন করলে সে টানা বিভিন্ন দেশীয় ফলের নাম বলতে পারবে এবং সে দেখলে বলতে পারবে কোনটা কোন ফল। কিন্তু শহরের একজন শিক্ষার্থীর এতসব ফলের সাথে পরিচয় নেই। তাই গত কয়েক বছর ধরে আমরা প্রতিবছর গ্রীষ্মকালীন ফল উৎসব করে আসছি; শিক্ষার্থীদের সঙ্গে ফলের পরিচয় করে দেওয়ার জন্য। উৎসবে শিক্ষার্থীরা বাড়ি থেকে বিভিন্ন ফল নিয়ে এসেছে।
এসময় উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাজেদ রহমান বকুল, যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারু প্রমুখ।