অভয়নগর (যশোর) প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলায় একতারপুর গ্রামে মৃত ইছহাক তরফদারের বাড়িতে সোমবার দিবাগত রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা বাড়ির লোকজনের মাথায় রামদা ঠেকিয়ে নগদ টাকা এবং স্বর্ণালংকারসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ বিষয়ে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ বললেন ওটা ডাকাতি না চুরি।
এলাকাবাসী ও ইসাহাক তরফদারের স্ত্রী খুরশিদা বেগম জানান, সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে পাঁচজন ডাকাত সীমানা প্রাচীর টপকে বাড়িতে ঢুকে ঘরের জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। এ সময় তিনি, তার মেয়ে এবং নাতনী বাড়িতে ছিলেন। ডাকাতদের মুখে কালো কাপড় বাঁধা ও হাতে রামদা ছিল। প্রথমে ডাকাতরা তাদের ব্যবহৃত মোবাইল নিয়ে নেয়। এরপর ডাকাতদের একজন তাদের তিনজনকে একটি কক্ষে নিয়ে আটকে রেখে মাথায় ওপর রামদা ধরে রাখে। অন্য চার ডাকাত ঘরের আলমারি এবং শোকেস ভেঙ্গে নগদ ৪০ হাজার টাকা এবং ১৬ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। লুন্ঠন করা স্বর্ণালংকারের মূল্য প্রায় ১৪ লাখ টাকা হবে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শামীম হাসান বলেন, যে ঘরটিতে কেউ থাকেন না সেই ঘরের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকেছে। আমি এটাকে ডাকাতি বলবোনা এটা এক প্রকার চুরি। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে আশা করি চোর ধরা পড়বে।