নিজস্ব প্রতিবেদক :
যশোরের ঝিকরগাছায় বৃষ্টির পানি জমে থাকা গর্তে পড়ে প্রাণ গেল সুমাইয়া খাতুন নামে দুই বছরের এক শিশুর। শনিবার সকাল ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে উপজেলার শংকরপুর ইউনিয়নের কুলবাড়ীয়া গ্রামে। নিহত শিশু সুমাইয়া ওই গ্রামের বুলির কন্যা।
স্থানীয়রা জানান, সুমাইয়া সকালে খেলতে বেরিয়ে বাড়ি ফেরেনি। এক পর্যায়ে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যা খোঁজাখুঁজি শুরু করেন। সকাল ১০টার দিকে পর বাড়ির সামনে গর্তে পানিতে তাকে ভাসতে দেখেন স্বজনরা। দ্রুত তাকে উদ্ধার করে শার্শার উপজেলার বাগআঁচড়া এলাকার একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ক্লিনিকে আনার আগেই শিশুটির মৃত্যু হয় বলে জানান চিকিৎসক।