নিজস্ব প্রতিবেদক :
রোববার রাতে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল দূর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন মোটর পার্টস ব্যবসায়ী সুশান্ত কুমার ঘোষ পিন্টু (৩৮)। তিনি যশোরের ঝিকরগাছা পৌরসভার কৃত্ত্বিপুর গ্রামের অবসরপ্রাপ্ত পাট কর্মকর্তা সুধীর কুমার ঘোষের ছেলে।
সোমবার সকালে মৃতের বাবা জানান, রাতে তার ছেলে যশোর আর এন রোডে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানের সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল দূর্ঘটনার শিকার হলে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে খুলনায় নিয়ে যাওয়ার পথে বসুন্ধিয়া নামক স্থানে তিনি মারা যান।