সীমাখালীতে রাস্তার উপর গাছ ভেঙ্গে যানবাহান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক: যশোরে শুক্রবার রাত ৮টার দিকে কালবৈশাখী আঘাত হেনেছে। এতে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়েছে। দুই-একটি স্থানে গাছ ভেঙ্গে রাস্তার উপর পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ক্ষতি হয়েছে ফসলের।
আবহাওয়া অফিস জানায়, ৩৫ নটিক্যাল মাইলে বাতাস হয়েছে। আগামী দুই দিনের মধ্যে আবারও ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকালের ঝড়ো হাওয়ায় প্রচন্ড ধুলায় মানুষ দিকবিদিক ছোটাছুটি শুরু করে। বিভন্ন স্থানে গাছ পড়ার খবর পাওয়া গেছে।
এদিকে মাগুরার সীমাখালীতে গাছ ভেঙ্গে রাস্তার উপর পড়ায় যশোর-ঢাকা মহাসড়কে দুই ঘণ্টা যানবাহান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাছ কেটে সরানোর পর স্বাভাবিক হয় যানবাহান চলাচল।
অন্যদিকে, যশোরের ঝিকরগাছার গদখালীতে শিশু গাছের ডাল ভেঙে গুরুতর আহত হয়েছেন পটুয়াপাড়ার আরমান হোসেনের ছেলে আল আমিন (৩২)।
শুক্রবার ইফতারের পর গদখালী বাজারে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে ঝিকরগাছা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
যশোরে গত কয়েকদিন ধরে চলছে তীব্র তাপদাহ। এসময় তাপমাত্র বিরাজ করেছে ৩৮ থেকে ৪০ ডিগ্রি। এতে প্রাণীকূল হাফিয়ে উঠে। গতকালের ঝড়ো হাওয়ার পর বৃষ্টি না হলেও আবহাওয়ায় কিছুটা স্বস্তি ফিরে পান নাগরিকরা। যশোর ফায়ার সার্ভিস অফিসের ফায়ার ফাইটার আরাফাত বিশ্বাস জানান, গতকালের কালবৈশাখীতে কোন ক্ষয় ক্ষতির খবর আমাদের কাছে আসেনি।