নিজস্ব প্রতিবেদক
যশোরে অনুষ্ঠিত পোলার আইসক্রিম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে যশোর সদরের সুলতানপুর এলাকার নুরুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় ও মিউনিসিপ্যাল প্রিপারেটরী উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে নুরুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় ৮-২ গোলে হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় ৮-২ গোলে হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। নুরুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে হারুণ ৪টি, রিফাত, তাসরিক, রিংকু ও আকাশ একটি গোল করে। হাশিমপুরের আশিক ও সবুজ একটি করে গোল করে।
দিনের অপর ম্যাচে মিউনিসিপ্যাল প্রিপারেটরী উচ্চ বিদ্যালয় ২-১ গোলে সম্মিলনী ইন্সটিটিউটকে হারিয়ে সর্বশেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে। মিউনিসিপ্যাল প্রিপারেটরী পক্ষে সহিদুল ইসলাম শুভ ও মেহরাব একটি করে গোল করে। সম্মিলনী ইন্সটিটিউটের পক্ষে একমাত্র গোলটি করে বিশ্বজিত।
এদিকে আজ একই মাঠে বিকাল সাড়ে চারটায় দিনের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাহাদুর মাধ্যমিক বিদ্যালয় ও নুরুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়। বিকাল সাড়ে পাঁচটায় অপর সেমিফাইনালে মিউনিসিপ্যাল প্রিপারেটরী উচ্চ বিদ্যালয়ের প্রতিপক্ষ চৌগাছার সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়।