নিজস্ব প্রতিবেদক: যশোরে খন্দকার আব্দুল্লাহ আল মামুন রাজ নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। তার কাছ থেকে একটি ওয়ানস্যুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে শহরের চারখাম্বার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ব্যাপারে র্যাবের ডিএডি কামরুজ্জামান আটক রাজের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন। আটক রাজ শহরের সিটি কলেজপাড়ার মৃত খন্দকার আব্দুল কবিরের ছেলে।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গতকাল ভোর রাত সাড়ে ৪টার দিকে র্যাবের একটি দল শহরের চারখাম্বার মোড় এলাকার জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে সন্ত্রাস বিরোধী অভিযান চালায়। এসময় সেখান থেকে রাজকে সন্দেহমূলকভাবে আটক করা হয়। তার কাছে থাকা একটি ওয়ানস্যুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।