কল্যাণ রিপোর্ট:
চল চল যশোর চল, এই স্লোগান নিয়ে যশোর জেলা বিএনপি আজ বুধবার দুপুর ২ টায় টাউন হল ময়দানে সমাবেশ করবে ।
বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার জন্য বিএনপি কেন্দীয় কমিটি সারা দেশে ৩২ জেলায় পর্যায়ক্রমে সমাবেশ করবে। এ লক্ষ্যে প্রথম ধাপের খুলনা বিভাগীয় সমাবেশটি যশোর জেলায় হবার ঘোষণা অনুয়ায়ীই হচ্ছে ।
বিএনপি কেন্দীয় সহÑসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে সংকটাপন্ন। তাই আমাদের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্ব পূর্ণ দাবি নেএীকে সু-চিকিৎসার জন্য বিদেশ পাঠানো এবং তার নিঃশর্ত মুক্তির ব্যবস্থা করা ।
বিএনপি’র দাবি খুলনা বিভাগের স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে এটি ।
এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী ও বি এন পি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিশেষ অতিথি থাকবেন সাবেক সংসদ সদস্য ও বি এন পি চেয়ারপার্সনের উপদেষ্টা মশিউর রহমানসহ বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ । সমাবেশে সভাপতিত্ব করবেন যশোর জেলা বি এন পি আহবায়ক অধ্যাপক নার্গিস ।