নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের রেলগেট এলাকায় পাওয়া আরবিনা (৭) নামে এক শিশুকে গতকাল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ শিশুটি তার পিতার নাম আরিফ ও মাতার নাম মিলি বলতে পারলেও গ্রাম ও উপজেলা বলতে পারছে না। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে রেখেছে।
শিশুটি বলছে, তার বাবা আরিফের মিষ্টির দোকান আছে। তাদের টিনের দুই রুমের ঘর রয়েছে। গতকাল সকালে সে বাসা থেকে বের হয়। সে ট্রেনে করে যশোর আসে। সন্ধ্যার দিকে তাকে মুজিব সড়কের রেলগেট এলাকায় পাওয়া যায়।
মানবাধিকারকর্মী অ্যাডভোকেট তাহমিদ আকাশ বলেন, শিশুটি তার পিতামাতার নাম বলতে পারছেন। তার ভাইয়ের নাম আলিফ, বোন আনিশা ও আয়শা, দাদি রিনি খান, দাদা শাহিনুর রহমান রিকশা চালক। শুধু গ্রাম ও উপজেলার নাম বলতে পারছে না। ওই শিশুটি বলছে তার দাদি যশোরে থাকে। বর্তমান শিশুটি পুলিশ হেফাজতে রয়েছে। তার স্বজনদের খোঁজ চলছে। কেউ শিশুটিকে চিনলে পরিবারকে খবর দিতে অনুরোধ করেন মানবাধিকারকর্মী তাহমিদ আকাশ।