নিজস্ব প্রতিবেদক: যশোর ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে শুক্রবার থেকে ইমামদের পাঁচ দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ শুরু হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ আবদুল কাদের শেখ প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপপরিচালক বিল্লাল বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ আহমেদ, ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মুহাম্মদ আবদুর রশিদ, অফিস সহকারী অলিয়ার রহমান, শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। জেলার যশোরের ৮টি উপজেলার ৩৬ জন ইমাম প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
এ সময় বক্তারা বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। ইমামদের প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলতে পারলে সামাজিক অগ্রগতি বৃদ্ধি পাবে।