কল্যাণ রিপোর্ট: যশোরে যুবলীগ কর্মী রিপন হোসেনপক (৩৫) তুলে নিয়ে মারপিট করে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের পুরাতন কসবা বাঁশতলায় এই ঘটনা ঘটে। শহর থেকে বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। আহত রিপন হোসেনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিপন জানান, শুক্রবার রাতে তিনি শহর থেকে বাড়ি ফিরছিলেন। এসময় বাড়ির কাছাকাছি পৌঁছালে যশোর পৌরসভার এক কাউন্সিলরের নেতৃত্বে ১০ জন সন্ত্রাসী তাকে তুলে নিয়ে যায়। তাদের মধ্যে কয়েক জনের হাতে পিস্তল ছিল। পরে তাকে বাঁশতলায় নিয়ে হকিস্টিক, রড ও স্টিলের পাইপ দিয়ে মারপিট করে। এক পর্যায়ে তিনি জ্ঞান হারালে মৃত ভেবে তাকে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাহিনুর রহমান সোহাগ বলেন, রিপনের শরীরে চাপা আঘাতের চিহ্ন রয়েছে। তার আঘাত অত্যন্ত গুরুতর।
কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, একজনকে মারপিট করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনার সাথে জড়িতদের পুলিশ খুঁজছে।