নিজস্ব প্রতিবেদক: যশোরে বাবা-মেয়ের পথ আগলে হুমকি এবং চাঁদার দাবিতে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলায় টপি (২৪) নামে এক আসামির কথা উল্লেখ করে অজ্ঞাত আরো দুইজনকে আসামি করা হয়েছে। টপি যশোর শহরের ঢাকা রোড (পুরাতন কসবা) মসজিদের পাশের বাসিন্দা।
পুরাতন কসবা ঘোষপাড়ার রতন কুমার সাহা (৫৬) এজাহারে উল্লেখ করেছেন, গত ৪ মে তিনি তার মেয়েকে ডাক্তার দেখিয়ে রিকসাযোগে বাড়ি ফিরছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে পুরাতন কসবা ঘোষ পাড়ার আনিচ উকিলের বাড়ির সামনে পৌছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে এসে তিনজন তাদের রিকসা গতিরোধ করে। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালজ করে এবং তাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে প্রাণে শেষ করে ফেলার হুমকি দেয়।