নিজস্ব প্রতিবেদক: যশোরে সদর উপজেলার হামিদপুর গ্রামে লাখ টাকা চাঁদাদাবিতে এক দম্পতিকে মারপিট করেছে সন্ত্রাসীরা। আর এ ঘটনায় কোতোয়ালি থানায় দুটি অভিযোগ দেয়ায় ওই সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে এবার জীবননাশের হুমকি দিয়ে আসছে। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী ওই পরিবার।
থানায় দেয়া অভিযোগে জানা গেছে, হামিদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে আবুল বাশার হান্নানের কাছে দুই মাস আগে এক লাখ টাকা চাঁদা দাবি করে একই এলাকার একটি সংঘবদ্ধ চক্র। টাকা না দিলে হত্যার হুমকি দেয় তারা। গত ২৬ মে রাত ১০ টার দিকে চক্রটি পুনরায় ওই টাকা দাবি করে। এসময় টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে আবুল বাশার হান্নানের উপর হামলা চালায় চক্রটি। তাকে বেদম মারপিট করে হত্যাচেষ্টা চালানো হয়। এ সময় তার স্ত্রী লাকি বেগম ছুটে এলে তার উপরও হামলা চালায়। স্ত্রীর গলায় থাকা স্বর্ণালংকার ও ঘর থেকে ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর ওই দম্পতিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
পরে এই ঘটনায় ভুক্তভোগী আবুল বাশার হান্নান কোতোয়ালি মডেল থানায় একই গ্রামের শাহাদৎ হোসেন, মিলন হোসেন, ইনামুল হক, মোস্তাফিজুর রহমান, শাহারিয়ার, মিজানুর রহমান ও আতাউর রহমানের বিরুদ্ধে দু’দফায় দুইটি অভিযোগ দেন।
এ ঘটনায় ভুক্তভোগী আবুল বাশার হান্নানের স্ত্রী লাকি বেগম জানান, তাদের পরিবারের উপর ওই চক্রটি দিনের পর দিন নির্যাতন চালাচ্ছে। এলাকায় তিনি একটি জমি কিনেছেন। এরপর থেকেই চাঁদাবাজির শিকার হয়েছেন। থানায় অভিযোগ করেও নিরাপত্তাহীন তারা। তাদের দেয়া দু’টি অভিযোগ চাঁনপাড়া ক্যাম্প ইনচার্জ আমিনুল ইসলাম ও কোতোয়ালি থানার এসআই আব্দুর রহমান তদন্ত করছেন।